
ঈদ উপলক্ষে সোমবার থেকে শুরু হচ্ছে এর জমকালো মেলা 'দ্য চাঁদ বাজার সিজন ২'
-
- - নিউজ -
- ডেস্ক --
- 23 March, 2025
ঈদ উপলক্ষে ঢাকাবাসীর জন্য সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঈদ শপিং মেলা ঢাকা ব্যাংক প্রেজেন্টস “দ্য চাঁদ বাজার সিজন ২” পাওয়ার্ড বাই সিংগার/বেকো শুরু হতে যাচ্ছে। আকামীকাল সোমবার ২৪ মার্চ ২০২৫ থেকে শুরু হয়ে ২৭ মার্চ ২০২৫ পর্যন্ত, প্রতিদিনই দুপুর ২ টা থেকে ভোররাত ৪ টা পর্যন্ত আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট।
আয়োজক প্রতিষ্ঠান ইভেন্ট বক্স জানায়, এখানে ঈদ কেনাকাটার পাশাপাশি থাকবে একাধিক আকর্ষণীয় কার্যক্রম। মেলায় যোগ দিবে পরিচিত ও দর্শকপ্রিয়তা অর্জনকারী সব ব্র্যান্ড, যারা ঈদ উপলক্ষে পোশাক, গয়না, হোম ডেকোর এবং আরও অনেক কিছু নিয়ে হাজির হবে। এছাড়া মেলা প্রাঙ্গণে থাকবে পারফর্মেন্স জোন, যেখানে কাওয়ালি, সুফী সঙ্গীত, গজল, শায়েরি, এবং ফায়ার শো উপভোগ করতে পারবেন দর্শকরা।
খাবারের জন্য এই মেলায় থাকছে বিশেষ ব্যবস্থা, যেখানে বিশাল জায়গা জুড়ে থাকবে দেশি বিদেশি নানান কুইজিনের মুখরোচক সব খাবারের আয়োজন ইফতার থেকে সেহরি পর্যন্ত থাকবে। মেহেদি জোনে পেশাদার মেহেদি শিল্পীরা থাকবে সুন্দর সব ডিজাইন নিয়ে সবার ঈদের আনন্দে আলাদা আবেগ যোগ করতে। দর্শকদের জন্য কিছু ওয়ার্কশপ যেমন বেকিং, অরিগামি, এবং হেলদি লাইফস্টাইলসহ অনেক কিছুর আয়োজন থাকবে বিশেষজ্ঞ প্রশিক্ষকদের সাথে।
চাঁদ বাজার সিজন ২ ঈদ শপিং, বিনোদন, এবং পরিবার কিংবা বন্ধুদের নিয়ে আসার এক নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে শীঘ্রই।