ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ৬ বছরের ক্রিকেটার!
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মাত্র ৬ বছর বয়সী আর্চি শিলার। যদিও ম্যাচে তাকে দ্বাদশ ব্যক্তি হিসেবে দেখা যাবে। বিষয়টি অবাক করা হলেও সত্য।
জানা যায়, এই বয়সেই হৃদযন্ত্রে তিনবার অপারেশন হয়েছে শিলারের। তবুও সে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠে নি। আবারও অস্ত্রোপচার লাগতে পারে তার। তাঁর পরিবার থেকে জানা যায় মাত্র তিন মাস বয়সেই তাকে ৭ ঘণ্টার একটি বড় অস্ত্রোপচার এর মধ্য দিয়ে যেতে হয়। বয়স যখন ৬৫ মাস তখন দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয়। সবশেষ গত ডিসেম্বরে তার ওপেনহার্ট সার্জারি হয়।
শিলার ক্রিকেটের অন্ধ এক ভক্ত। শরীরের এমন অবস্থায়ও ক্রিকেট থেকে নিজের পাগলামি দমন করে নি। তাঁর মতে, অন্যদের মতো আমি ছুটতে পারি না, তবে লেগস্পিন করে চমকে দিতে পারি।
যে শিশু সারাদিন ক্রিকেট নিয়ে মত্ত, সে যেন তার স্বপ্নের নায়কদের সঙ্গে অন্তত কয়েকটা দিন কাটাতে পারে সেই জন্যেই এই অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। আর তাই আগামীকাল থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচের দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠে থাকবে আর্চি শিলার।