আর্সেনাল-ইউনাইটেড হাইভোল্টেজ ম্যাচ ড্র
আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। ম্যাচেও কেউ কাউকে ছেড়ে কথা বলে নি। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারে নি আর্সেনাল। অমীমাংসিত ভাবে শেষ হয় ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ এ ম্যাচ।
বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ২-২ ড্রতে শেষ হয়েছে ম্যাচটি। ম্যাচের ২৬ মিনিটে স্কোড্রান মুস্তাফির প্রথম গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। মুস্তাফির হেড গোলরক্ষক দাভিদ ডি গিয়ার গ্লাভস থেকে বেরিয়ে জালে জড়ায়। প্রথম গোলের ঠিক ৪ মিনিট পর ইউনাইটেডকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল।
ম্যাচের ৬৮তম মিনিটে আবার এগিয়ে যায় আর্সেনাল। ডিফেন্ডার রোহোর ভুলে গোল পায় তারা। আলেকসঁদ লাকাজেত লক্ষ্যে ঠিকমতো হয় নি। দলকে বাঁচাতে চেয়েছিলেন রোহো। তবে শেষ মুহূর্তে বিপদমুক্ত করার প্রচেষ্টা সফল হয়নি, উল্টো বল তার পা হয়ে ঢুকে যায় ইউনাইটেডের গোলে। পরের মিনিটেই ইউনাইটেডকে সমতায় ফেরান জেসি লিনগার্ড। রোমেলু লুকাকুর হেড থেকে ডি বক্সের ভেতরে হাফ ভলিতে গোল করেন জেসি লিনগার্ড। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান পঞ্চম। আর ২৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড।