ঈদকে সামনে রেখে জনপ্রিয় সব ব্র্যান্ডশপ থেকে গ্রাহকের কেনাকাটা আরও সহজ করতে ফেসবুক-ভিত্তিক লাইভ থেকে শপিং করার সুযোগ করে দিচ্ছে বিকাশ। বিকাশ এর অফিসিয়াল ফেসবুক পেইজ, বিকাশ ফর বিজনেস ও সংশ্লিষ্ট মার্চেন্টদের পেইজ থেকে লাইভ চলাকালীন গ্রাহকরা লা রিভ, সারা লাইফস্টাইল, সেইলর, র নেশন, ফেব্রিলাইফ ও সেলাই এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোতে কেনাকাটা করে Read more...