ইস্টার্ন ব্যাংকের নতুন ভিসা এসএমই ক্রেডিট কার্ড উদ্বোধন

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং ভিসার যেথ উদ্যোগে ‘ইবিএল ভিসা এসএমই ক্রেডিট কার্ড'  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একক মালিকানাধীন ব্যবসার ঋণগ্রহীতা গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি এ ক্রেডিট কার্ডের মাধ্যেম ব্যবসায়িক পেমেন্ট আরও  সহজ ও সুবিধাজনক হবে। ইএমভি চিপ সম্বলিত ডুয়াল-কারেন্সি ক্রেডিট কার্ডটি নিরাপদ লেনদেন ও ঝামেলামুক্ত ব্যবহার নিশ্চিত করবে।

কার্ডটির মূল সুবিধার মধ্যে রয়েছে ইস্যুর ক্ষেত্রে  কোন ফি থাকছেনা এবং বছরে ২৪টি লেনদেন করলেই বাৎসরিক ফি মওকুফের পাওয়া যাবে। কার্ডধারীরা প্রতি বছর সর্বোচ্চ ৩,০০০ মার্কিন ডলার পর্যÍ আÍর্জাতিক পেমেটর জন্য  ব্যয় করতে পারবেন। ভ্রমণকারীদের পাবেন বিনামূল্যে স্কাই লাউঞ্জে ব্যবহার করতে পারবেন এবং প্রায়োরিটি পাসের মাধ্যমে বছরে চারবার গ্লোবাল লাউঞ্জ সুবিধা পাবেন। ইবিএল জিপের মাধ্যমে পার্টনার ইলেকট্রনিক্স ও ফার্নিচার মার্চেন্টদের কাছে সহজ কিস্তিতে কেনাকাটার সুবিধাও পাবেন কার্ডধারীরা।

সম্প্রতি ইবিএলের গুলশান প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, হেড অব কার্ডস তাসনিম হুসাইন; এবং ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান সাবির আহমেদ,) এবং ডিরেক্টর সাউথ এশিয়া আশীষ চক্রবর্তী।

পাঠকের মন্তব্য