জাঁকজমকপূর্ণ আয়োজনে আইসিএমএবি’র ২৫তম সমাবর্তন

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’ (আইসিএমএবি) এর ২৫তম সমাবর্তন। আজ (১৫ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আগত অতিথিদের উপস্থিতিতে সদ্য গ্র্যাজুয়েট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর-এর চেয়ারম্যান ও আইআরডি সচিব মো: আব্দুর রহমান খান, এফসিএমএ; এফআরসি-এর চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়া; এসএএফএ-এর সভাপতি মোহাম্মদ হুমায়ূন কবির, এফসিএ প্রমুখ। এছাড়া, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি) এর প্রেসিডেন্ট জঁ বুকো সমাবর্তন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, যা আইসিএমএবি’র আন্তর্জাতিক সংযোগকে আরও সমৃদ্ধ করেছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিএমএবি-এর সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ।

২৫তম আইসিএমএবি সমাবর্তন-২০২৬-এ, আইসিএমএবি-এর সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ উল্লেখ করেন, “এই পর্যায়ে পৌঁছাতে আপনাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। সাফল্যের কোনো শর্টকাট নেই - শর্টকাট কেবল সাফল্যকে বিলম্বিত করে, ঠিক যেমন কোনো অধ্যায় না পড়ে পরীক্ষা দিলে পাশ করা বিলম্বিত হয়। এই শিক্ষা আপনাদের ভবিষ্যৎ পথচলায় কাজে লাগাতে হবে। লক্ষ্য অর্জনের পথে নানা ধরনের বিভ্রান্তি আসবে, তবে সেগুলোতে মনোযোগ না দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আপনারা যে উপাধি অর্জন করেছেন তা শুনতে সুন্দর হলেও এর সঙ্গে রয়েছে অনেক বড় দায়িত্ব। সেই দায়িত্ব সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারকে তার হিসাব ব্যবস্থাপনা কঠোরভাবে পরিচালনা করতে হবে। হিসাবরক্ষণ ও নিরীক্ষা কেবল অন্যের ব্যয়ের ত্রুটি খোঁজার বিষয় নয়; বরং এগুলো উন্নয়নের জন্য কার্যকর সুপারিশ প্রদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যৎ সরকারকে এই খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। জনসাধারণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা, দুর্নীতির পথ বন্ধ করা এবং শক্তিশালী তদারকি ব্যবস্থা গড়ে তোলা - এসবই সুশাসনের মৌলিক ভিত্তি। সরকারি খাতে হিসাবরক্ষণ ও নিরীক্ষার গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।”

আইএফএসি-এর প্রেসিডেন্ট জঁ বুকো বলেন, “বিশ্বজুড়ে আমরা যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সেগুলোর মধ্যেই সুযোগ খুঁজে নেওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানাই। একজন অ্যাকাউন্টিং পেশাজীবী হিসেবে আমরা ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করি, যাতে অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ আরও শক্তিশালী হয়। এই পেশায় সফল হতে হলে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। সামনে এগিয়ে যাওয়ার পথে আপনারা নতুন নতুন সম্ভাবনা ও উত্তেজনাপূর্ণ সুযোগ খুঁজে পাবেন - সেগুলো সাহসের সঙ্গে গ্রহণ করুন। আইসিএমএবি এ ক্ষেত্রে প্রধান সহায়ক শক্তি হিসেবে কাজ করে, আর আইএফএসি এই পথচলায় আপনাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে পেশাটিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবে। আপনারা পৃথিবীর যেখানেই যান না কেন, কখনোই পেশার মূল নৈতিক মূল্যবোধের সঙ্গে আপস করবেন না। আমরা যা কিছু করি তার ভিত্তি হলো বিশ্বাস - এই বিশ্বাস আমাদের রক্ষা করতেই হবে, কখনোই একে হালকাভাবে নেওয়া যাবে না।”

 ২৫তম আইসিএমএবি সমাবর্তন-২০২৬ বাংলাদেশের অ্যাকাউন্টিং সেক্টরে গৌরব ও আন্তর্জাতিক সংযোগ আরও সুদৃঢ় করবে – এটিই সবার প্রত্যাশা।

পাঠকের মন্তব্য