দাম কমার শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার (২৩ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম কমেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। এদিনে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের অনাগ্রহের তালিকায় ছিল। ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর দাম কমার তালিকার শীর্ষ উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার লেনদেন শেষে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮২.৩০ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর কমে দাঁড়ায় ১৬৪.৪০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭.৯০ টাকা বা ৯.৮১ শতাংশ।

এদিকে ডিএসইতে শেয়ার ও ইউনিটের দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ ৯.৮১ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ৯.০৯ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ৮.৮৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স ৮.৭৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৮.৫৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং ৮.৫৩ শতাংশ, মেট্রো স্পিনিং ৮.৫০ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্স ৮.২০ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৭.৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মন্তব্য