হেঁচকি নিয়ে হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট
- - নিউজ রুম -
- এডিটর --
- 15 July, 2021
ক্রমাগত হেঁচকি ওঠায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে। বুধবার প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।
২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় পেটে ছুরিকাঘাত পান বোলসোনারো। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি করোনায় আক্রান্ত হন।
প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বোলসোনারোকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। অবশ্য তাকে হাসপাতালে রাখাটা খুব বেশি প্রয়োজনীয় নয়।
এতে বলা হয়েছে, ‘তিনি ভালো অনুভব করছেন এবং সুস্থ বোধ করছেন।’
স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, বুধবার ভোররাতে তলপেটে ব্যথা অনুভব করছিলেন বোলসোনারো। তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।