৫ মাসে মিয়ানমারে ৭৫ শিশু হত্যা, আটক ১০০০: জাতিসংঘ

অভ্যুত্থানের মাধ্যমে পাঁচ মাসের বেশি সময় আগে ক্ষমতা নেয়ার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে ৭৫ শিশু। এ সময়ে আটক হয়েছে প্রায় এক হাজার শিশু।

জাতিসংঘের শিশু অধিকার কমিটি শুক্রবার এসব তথ্য জানায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

কমিটির পক্ষ থেকে বলা হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা গেছে, মিয়ানমারে গত পাঁচ মাসে ৭৫ শিশুর মৃত্যু হয়।

জাতিসংঘের শিশু অধিকার কমিটির প্রধান মিকিকো ওতানি এক বিবৃতিতে বলেন, ‘মিয়ানমারের শিশুদের অবরুদ্ধ করা হয়েছে। সামরিক অভ্যুত্থানের কারণে তারা ভয়াবহ ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতিদিন নির্বিচারে সহিংসতা, ইচ্ছামতো গোলাগুলি ও বেআইনি গ্রেপ্তারের শিকার হচ্ছে মিয়ানমারের শিশুরা।

‘শিশুদের দিকে বন্দুক তাক করা হচ্ছে। তাদের সামনে একই কাজ তাদের অভিভাবক ও ভাইবোনের সঙ্গেও করা হচ্ছে।’

১৮ স্বাধীন বিশেষজ্ঞ নিয়ে শিশু অধিকার কমিটি গঠন করেছে জাতিসংঘ। মিয়ানমারে আন্তর্জাতিক শিশু অধিকার আইন বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকি করছে এ কমিটি।

মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশের হাতে শিশু হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের এই বিশেষজ্ঞ দল। কয়েকটি শিশুকে তাদের ঘরেই হত্যা করা হয় বলেও জানান তারা।

মিয়ানমারের মান্দালয় শহরে ছয় বছর বয়সী এক শিশুকে পুলিশ পেটে গুলি চালিয়ে হত্যা করে। সেই ঘটনাও বিবৃতিতে উল্লেখ রয়েছে বলে জানান জাতিসংঘের শিশু অধিকার কমিটির প্রধান ওতানি।

পাঠকের মন্তব্য