এশিয়াজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ
- - নিউজ রুম -
- এডিটর --
- 1 August, 2021
এশিয়াজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। অলিম্পিকের আয়োজক নগরী টোকিও, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় শনিবার করোনার সংক্রমণ রেকর্ড ছাড়িয়েছে।
রয়টার্স জানিয়েছে, গত বছর করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছিল ভিয়েতনাম। অথচ এবার সেই দেশটির কয়েকটি শহর ও প্রদেশে সোমবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন।
টোকিও মহানগরী কর্তৃপক্ষ গত ২৪ ঘণ্টায় চার হাজার ৫৮ জনের করোনা শনাক্তের তথ্য জানিয়েছে। এক দিন আগেই টোকিওতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া রাজধানীর আশেপাশের তিনটি এলাকা ও পশ্চিমের অঞ্চল ওসাকাতেও জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।
মালয়েশিয়া এখন করোনার হটস্পটে পরিণত হয়েছে। শনিবার দেশটিতে ১৭ হাজার ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে, যা ২৪ ঘণ্টায় রেকর্ড।
থাইল্যান্ডের পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটিতে গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৯১২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছে ১৭৮ জন। দেশটিতে এক দিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড এটি।
রাজধানী ব্যাংককের কাছাকাছি অবস্থিত থাম্মাসাত ইউনিভার্সিটি হাসপাতালের মর্গে করোনার মারা যাওয়া ব্যক্তিদের দেহ রাখার মতো স্থান নেই। কর্তৃপক্ষ তাই শীতাতাপ নিয়ন্ত্রিত কনটেইনারে মৃতদেহ রাখছে।
চীনে নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে। দেশটির নানজিং শহরে বিমানবন্দরের কর্মীদের মধ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শনিবার দেশটিতে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।