ব্লুটুথ হেডফোন বিস্ফোরণে কিশোরের মৃত্যু

ব্লুটুথ হেডফোন বিস্ফোরণে ১৫ বছরের এক কিশোর নিহত হয়েছে। 

সম্প্রতি ভারতের রাজস্থানের জয়পুরের চোমু এলাকার উদয়পুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই কিশোরের নাম রাকেশ নাগর।

ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, ব্লু টুথ হেড ফোন কানে লাগিয়ে কারও সঙ্গে ফোনে কথা বলছিল সে। আচমকাই হেডফোনটি বিস্ফোরিত হয়। দুই কানে জোর আঘাত লাগে রাকেশের। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাকেশের। 

চিকিৎসক এলএন রুন্ডলা বলেন, ‘এরকম ঘটনা দেশে সম্ভবত এই প্রথম। বাচ্চা ছেলেটি সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গেছে।’ 

পাঠকের মন্তব্য