হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩০৪
- - নিউজ রুম -
- এডিটর --
- 15 August, 2021
ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে পৌঁছেছে।
স্থানীয় সময় শনিবার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৮শ’র বেশি মানুষ। খোঁজ মিলছে না অনেকের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে জায়গাটির অবস্থান।
ভূমিকম্পে দেশের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন।
এরআগে ২০১০ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে হাইতিতে; সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি।