বিএমএ'র সভাপতি ডা. মোস্তফা জালাল করোনায় আক্রান্ত
ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ তার হাসপাতাল ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে অক্সিজেন দেয়া হয়। মঙ্গলবার (২৩ জুন) তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিস রয়েছে।