গণস্বাস্থ্যের কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ
- - নিউজ রুম -
- এডিটর --
- 25 June, 2020
গণস্বাস্থ্যের কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ দিয়েছে ওষুধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানায়, কিটের সেনসিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে। অর্থাৎ ৬৯ দশমিক ৭ শতাংশ।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৬০৭ জনে। অদৃশ্য এই ভাইরাসে মোট মারা গেছেন এক হাজার ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন।