সিটি আইটি ফেয়ারের সংবাদ সম্মেলনে সাংবাদিক হেনস্থা
- - নিউজ রুম -
- এডিটর --
- 26 September, 2023
আগারগাঁওয়ের আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে ২ অক্টোবর শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার। এ উপলক্ষ্যে আজ (২৬ সেপ্টেম্বর) দুপুরে কম্পিউটার সিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হেনস্থার শিকার হন দৈনিক সবুজ বাংলার ফিচার এডিটর (সাবেক ফিচার ইনচার্জ, দৈনিক আলোকিত বাংলাদেশ) গাজী মুনছুর আজিজ।
হেনস্থার বিষয়ে গাজী মুনছুর আজিজ বলেন, সংবাদ সম্মেলনে প্রবেশ করার সময় আয়োজকদের নির্দিষ্ট কাগজে নিজের নাম, প্রতিষ্ঠান ও ফোন নম্বর লিখেছি। এরপর আয়োজকদের একজন ভিজিটিং কার্ড চেয়েছেন। তাকে আমার ভিজিটিং কার্ড দিয়েছি। সম্মেলন শেষে আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিকদের গিফটের ব্যবস্থা ছিল। আমি সেটা নিতে গেলে আয়োজকদের আরেকজন আবারও ভিজিটিং কার্ড চান। আমি তখন আগে যাকে ভিজিটিং কার্ড দিয়েছি, তাকে দেখিয়ে বললাম তার কাছে আগেই ভিজিটিং কার্ড দিয়েছি।
তখন পরের লোক বললেন, না তাতে হবে না, আবারও ভিজিটিং কার্ড দিতে হবে। আমি তখন আগের জনের কাছে আমার ভিজিটিং কার্ড ফেরত চাই। তখন লোকটি বলেন, আমার ভিজিটিং কার্ড তিনি হারিয়ে ফেলেছেন। এরপর পরের লোকটি আমাকে দূরে যেতে বললেন এবং তার আচরণ ছিল অনেকটা মারমুখী। তার এ কথায় এবং আচরণে সঙ্গে সঙ্গে আমার অন্য সাংবাদিক বন্ধুরা প্রতিবাদ জানান। এরপর কম্পিউটার সিটির একজন আমাকে গিফট দিতে চান, কিন্তু আমিসহ আরও কয়েকজন সাংবাদিক বন্ধু গিফট না নিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করি।