নতুন ঠিকানায় প্রিমিয়ার ব্যাংকের মিরপুর সেকশন-১ শাখা
- - নিউজ রুম -
- এডিটর --
- 3 June, 2024
বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে রোববার (২ জুন) দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির মিরপুর সেকশন-১ শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে।
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর আনুষ্ঠানিকভাবে মিরপুরের রবিউল প্লাজার তৃতীয় তলায় (প্লট নং শি-১/খ, রোড নং ১, সেকশন-১) স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কমিশনার আবুল কাশেম মোল্লা, ডিএনএস গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন ডিপজল এবং রাতাসা গ্রুপের পরিচালক শাহনেওয়াজ সাবি বিন আওয়াল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, এসই ভিপি ও চিফ এইচআর অফিসার মামুন মাহমুদ, ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন মো. তারেক উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ।