ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত
- - নিউজ রুম -
- এডিটর --
- 4 June, 2024
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ জুন) ব্যাংকটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
ওই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির পাবলিক এফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান মো. শাহাজাদা বসুনিয়া জানায়, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে শিরোনামোক্ত বিষয়ে বিভিন্ন সেশন পরিচালিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানসহ অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।