এ ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ডিলার সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত
- - নিউজ রুম -
- এডিটর --
- 5 June, 2024
“নির্ভরতার সাথে, আগামীর পথে” –এ স্লোগানে অনুষ্ঠিত হলো এ-ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ডিলার সম্মেলন-২০২৪। কক্সবাজারের হোটেল সী-প্যালেসে অনুষ্ঠিত এ ডিলার সম্মেলনে সমগ্র বাংলাদেশের প্রায় ৭০০ ডিলার উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াইজ আর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সি ই ও, মোঃ মনিরুজ্জামান, সি এফ ও, জনাব বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর, মোঃ মফিদুল হক, জি এম বিজনেস, মোঃ আব্দুর রাজ্জাক ও মার্কেটিং বিভাগের এ.জি.এম. মোঃ ফাহিম হোসেন । উক্ত অনুষ্ঠানে এ ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এর সেরা পারফরমারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।