অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান
- - নিউজ রুম -
- এডিটর --
- 8 August, 2024
অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ৮ টায়। ওইদিন বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ আগস্ট) বিকেল ৬টার দিকে বিফ্রিংয়ে এসব তথ্য জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’
অন্তর্বর্তী সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলে উল্লেখ করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে জানান সেনাপ্রধান।