বন্যার্তদের একদিনের বেতনের টাকা দিলেন প্রিয়শপ কর্মীরা
- - নিউজ রুম -
- এডিটর --
- 23 August, 2024
ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীগুলোর পানি বেড়ে দেশের ১০ জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।
এখন পর্যন্ত মারা গেছেন ৮ জন। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে পরিস্থিতি বেশি অবনতি হয়েছে। অন্যান্য জেলায় ধীরে ধীরে বন্যার অবনতি হচ্ছে। এতে ৩৭ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছে।
এদিকে পর্যাপ্ত নৌযান ও অন্যান্য উদ্ধার যানের অভাবে পানিবন্দি এসব মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সংগঠনগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্যার্তদের উদ্ধারে কাজ করছে। সরকারও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে।
এমন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। বন্যার্তদের জন্য নিজেদের বেতনের একদিনের অর্থ দিয়েছেন প্রিয়শপের কর্মীরা।
প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা এবং সিএমও দীপ্তি মন্ডল তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান। তিনি জানান, প্রিয়শপ পরিবারের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে তাদের একদিনের বেতন বন্যার্তদের সাহায্যে প্রদান করেছেন। অফিসের যারা আরও বেশি অর্থ, খাদ্য ও পণ্য দিয়ে সাহায্য করেছেন এবং সশরীরে সেবা দিচ্ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা দেশের এই দুর্যোগে মানুষের পাশে যেন দাঁড়াতে পারি।
প্রিয়শপ ২০২১ সালে যাত্রা শুরু করে দেশের মম-এন্ড-পপ শপগুলোর বিশাল নেটওয়ার্কের ব্যবসা ও অপারেশনাল ল্যান্ডস্কেপকে সহজ করেছে। তারা ২৪০ টিরও বেশি ব্র্যান্ডের সাথে কাজ করছে পাশাপাশি ৭৩ হাজারের বেশি এমএসএমই-এর সাথে সংযোগ স্থাপন করেছে।