বিইউএফটি’তে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫
- - নিউজ রুম -
- এডিটর --
- 11 January, 2025
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় ১১ ও ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫। দুই দিনব্যাপী এই আয়োজনে একাডেমিক এবং শিল্প উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সংশ্লিষ্ট খাতের ১০০টিরও বেশি কোম্পানি, ৪,০০০+ চাকরিপ্রার্থী এবং ২০,০০০+ দর্শনার্থী উপস্থিত ছিলেন। চাকরিপ্রার্থীরা শীর্ষস্থানীয় নিয়োগকর্তাদের সাথে সরাসরি যুক্ত হয়ে ইন্টারভিউ দেয়ার সুযোগ পেয়েছেন। আয়োজনে ছিলো কর্মশালা, সেমিনার এবং প্যানেল আলোচনা।
ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. মতিন চৌধুরী, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এন্ডই’র ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েদ আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। সমাপনী আয়োজনে বিজিএমইএ’র প্রশাসক জনাব মো. আনোয়ার হোসেন, বিকেএমইএ’র সভাপতি জনাব মোহাম্মদ হাতেম, ইউসিবি’র চেয়ারম্যান জনাব শরীফ জহির, বিজিবিএ’র সভাপতি জনাব মোফাজ্জল হোসেন পাভেল, বিজিএপিএমইএ’র সভাপতি জনাব আল শাহরিয়ারের উপস্থিতিতে মুখরিত থাকবে।
অনুষ্ঠানের আড়ম্বর আরও বাড়িয়েছিল এর স্পন্সররা। বিজিএমইএ এবং এএন্ডই ছিল প্লাটিনাম স্পন্সর, গোল্ড স্পন্সর ছিলো শিন শিন গ্রুপ, ইউসিবি, রোসারি, ফুকলার, এবং ইয়াংওয়ান এবং ব্রোঞ্জ স্পন্সর হিসেবে ছিলো ট্যাড গ্রুপ, লিজ ফ্যাশন, টিম গ্রুপ, এবং ডাইসিন। স্পন্সর হিসেবে ছিলো চ্যানেল ২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বনিক বার্তা, দ্য ডেইলি ক্যাম্পাস, এক্সেলেন্স বাংলাদেশ, টেক্সটাইল ফোকাস, টেক্সটাইল টুডে, টিবিএস গ্র্যাজুয়েটস, এবং বেস্ট টিউশন। ১১ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান এবং ১২ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ দিনের আয়োজনের সমাপ্তি হয়। যারা ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫ কে একটি ঐতিহাসিক সাফল্যে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিশেষ করে সকল অংশগ্রহণকারী, স্পন্সর এবং মিডিয়া প্রতিনিধিদের প্রতি বিইউএফটি আন্তরিক কৃতজ্ঞতা জানায়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, নেতৃত্বের গুনাবলী ও পরিবর্তিত পরিস্থির সঙ্গে মানসিকতার পরিবর্তন বিষয়ে দক্ষতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রেড বা ডিগ্রি দিয়ে জীবন চলে না। ইংরেজী ভাষাগত দক্ষতা না থাকায় আমাদের অন্যের লিডারশীপ নিতে হচ্ছে।