বিটিআরসির এফডিআর পদ্মা ব্যাংকে,  টাকা পাওয়ার নিশ্চয়তা নেই বললেন সিইও

পদ্মা ব্যাংকে এফডিআর করে তা আর তুলছে পারছে না বিটিআরসি। ব্যাংকটির কাছে বিটিআরসির পাওনা এখন ৩৯ কোটি ৪২ লাখ ৩৮ হাজার টাকা। পদ্মা ব্যাংকের মতিঝিল, মিরপুর, বসুন্ধরা, ইমামগঞ্জ শাখায় ২০১৭ সালে করা ৭টি মেয়াদী আমানতের এই টাকা বছরের পর বছর চেষ্টা করেও পাচ্ছে না নিয়ন্ত্রণ সংস্থাটি।

টাকা উদ্ধারে পদ্মা ব্যাংকের সঙ্গে বারবার সভা করা, বাংলাদেশ ব্যাংকের কাছে অসংখ্য চিঠি দেয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডিও দেয়াসহ কী করেনি বিটিআরসি। সর্বশেষ চলতি বছরের জানুয়ারির শেষে বিটিআরসি আবারও পদ্মা ব্যাংকের কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পদ্মা ব্যাংকের সঙ্গে ত্রিপক্ষীয় সভার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেবে তারা।

পদ্মা ব্যাংকের সিইও কাজী মো. তালহা বলেন, ‘এই টাকা দেয়ার মতো অবস্থা ব্যাংকটির নেই। বিষয়টি অনিশ্চিত এক অবস্থায় হয়েছে । এই টাকার কী হবে তা এখনও জানা নেই। টাস্কফোর্সের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ব্যাংক যদি মার্জার হয় বা পরিস্থিতি উত্তরণে কোনো পদক্ষেপ আসে-তখন হয়তো বিষয়টি সমাধানের দিকে যেতে পারে।

পাঠকের মন্তব্য