ড্যাফোডিল নার্সিং কলেজে শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান

১লা ফেব্রুয়ারি ২০২৫ ড্যাফোডিল নার্সিং কলেজ কলেজ কর্তৃক ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়াতে বি.এস.সি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন সায়েন্স এন্ড মিডওয়াইফারীর ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে এম আমজাদ হোসেন (ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়) উপস্থিত থেকে  শিরাবরণ সম্পন্ন করেন। তিনি উক্ত অনুষ্ঠানে নার্সিং পেশার ব্যাপক সুযোগ সুবিধা ও বিভিন্ন দেশে নার্সিং এ উচ্চ শিক্ষা ও চাকরির বিশেষ সুবিধা নিয়ে তথ্যবহুল বক্তব্য রাখেন। আনুষ্ঠানের বিশেষ অতিথি ড. মো. নূরুজ্জামান (সিইও, ড্যফোডিল ফ্যামিলি) শিক্ষার্থীদের শিরাবরণের তাৎপর্য ও নার্সদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া এ আনুষ্ঠানের মধ্যে দিয়ে নার্সিং শিক্ষার্থীরা আরো বেশি তৎপর হয়েছে তাদের কর্তব্য ও নার্সিং এর গুরুত্ব সম্পর্কে এবং নার্সিং এর ঐতিহ্য, সৌন্দর্য ও নীতি সম্পর্কে পরিচিতি লাভ করেছে। অনুষ্ঠানে ড্যাফোডিল নার্সিং কলেজ শিক্ষকমন্ডলী সহ উপস্থিত ছিলেন ড্যফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মো. বেলাল হোসেন (ডীন, ফ্যাকালটি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স), অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান (জনস্বাস্থ বিভাগ), ড্যাফোডিল নাসিং কলেজের উপ-পরিচালক মাসুদ করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গ্রীতাশ্রী ঘোষ। অনুষ্ঠানের দি¦তীয় অংশে অত্র কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী কর্তৃক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ড্যাফোডিল পরিবারের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল নার্সিং কলেজ। কলেজটি উত্তরার প্রাণকেন্দ্র হাউজ বিল্ডিংয়ে ড্যাফোডিল টাওয়ার-৬ (বাড়ী-২, রোড়-১, সেক্টর-৬, উত্তরা, ঢাকা) এ অবস্থিত। ড্যাফোডিল নার্সিং কলেজ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বর্তমানে অত্র কলেজে ৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ৪ (চার) বছর মেয়াদি বি.এস সি ইন নাসিং সায়েন্স (বেসিক বি.এস.সি) এবং ২ (দুই) বছর মেয়াদি পোষ্ট বেসিক বি,এস সি ইন নার্সিং সায়েন্স কোর্সের কার্যক্রম চলছে। বি.এস.সি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের এইচ.এস.সি. সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক সম্মিলিত ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে ভর্তি হতে হয়। এছাড়া অত্র কলেজ থেকে স্কলারশিপ নিয়ে জাপান, মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে। সর্বদাই দেশী ও বিদেশী বিশেষজ্ঞ কর্তৃক সেমিনার ও আলোচনা আয়োজন করা হয়। কলেজটিতে রয়েছে জাপানিজ জার্মান ও আরবীভাষা সহ বিভিন্ন ভাষা শিখার সুযোগ। 

পাঠকের মন্তব্য