![](http://jagoronexpress.com/upload/images/_115044348__115033548_gettyimages-12263145123.jpg)
দেশে করোনায় নতুন আক্রান্ত ৬০৫৮, মৃত্যু ৮১
-
- - নিউজ -
- ডেস্ক --
- 24 June, 2021
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন নতুন করে আরো ৮১ জন। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৬ হাজার ৫৮ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ২৩০ জন।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৮ জনে এবং এখনো পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন। এছাড়া দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৮৩ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় করোনার মোট নমুনা পরীক্ষা করা হয় ৩০ হাজার ৩৯১ জনের। এছাড়া গত একদিনে করোনার শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ।
এর আগে বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয় দেশে করোনায় ৮৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৪৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৩০০ জন।