দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৫ ডিসেম্বর, ২০২৫
ধর্মশালার সিমবান্ধব কন্ডিশনে দক্ষিণ আফ্রিকাকে ১১৭ রানে অলআউট করে সিরিজের হাল ধরল ভারত। আর্শদীপ সিং ও হার্ষিত রানা শুরুতে তিন উইকেট নিয়ে বড় ধাক্কা দেন। অন্য বোলাররাও দারুণ ভূমিকা রেখেছে। ছোট লক্ষ্য অতিক্রম করতে ভালো শুরুর দরকার ছিল। অভিষেক শর্মার ঝোড়ো ইনিংসে জয়ের ভিত তৈরি হয় প্রথম দিকে। ১৬তম ওভার শেষ না হতেই ৭ উইকেটে জিতেছে ভারত।
তিন ম্যাচে দ্বিতীয় জয়ে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত। ১৫.৫ ওভারে ৩ উইকেটে ১২০ রান করে তারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে এইডেন মারক্রাম ফিফটি করলেও দক্ষিণ আফ্রিকা লড়াই করার পুঁজি পায়নি। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে তাদের প্রথম ওভারে উইকেট পান। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১১ রান দিয়ে রান ২ উইকেট নিয়ে প্রোটিয়াদের ফেরার আশা শেষ করে দেন।
মারক্রাম সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া ডোনোভান ফেরেইরা (২০) ও আনরিখ নর্কিয়ে (১২) দুই অঙ্কের ঘরে পৌঁছান।
আর্শদীপ ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। মারক্রামকেও ফেরান তিনি। ম্যাচসেরা হয়েছেন এই পেসার। এছাড়া দুটি করে উইকেট নেন কুলদীপ যাদব ও হার্ষিত।
লক্ষ্যে নেমে অভিষেকের ১৮ বলে ৩৫ রানের ইনিংসে জয় সহজ হয়ে যায় ভারতের জন্য। ষষ্ঠ ওভারে আউট হওয়ার আগে এই ওপেনার তিনটি করে চার-ছয় মারেন। শুভমামন গিল করেন ২৮ বলে ২৮ রান। ওপেনিংয়ে ৬০ রানের জুটি ছিল।
তিলক ভার্মা ও শিবম যথাক্রমে ২৬ ও ১০ রানে অপরাজিত থেকে ভারতকে জয়ের বন্দরে নেন।