করোনায় ২ চিকিৎসকের মৃত্যু
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- 2 July, 2020
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জন চিকিৎসক মারা গেছেন। এ নিয়ে ৫৯ জন চিকিৎসক প্রাণঘাতী করোনার কাছে হার মানলেন। তাদের একজন রাজধানীর আল রাজী হাসপাতালের সাবেক পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন এবং অপরজন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এমএ ওয়াহাব।
বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকদের সংগঠন ‘ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ’র (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।