করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সেই শাহেদের বাবা
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- 10 July, 2020
লিজেন্ট হাসপাতালের মালিক মো: শাহেদ এর বাবা গতকাল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গত ৪ জুলাই শাহেদ তার বাবাকে হাসপাতালে ভর্তি করান, প্রথম দুই দিন সে তার বাবার খোঁজ নিয়েছেন তারপর লিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযান হওয়ার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।