১০ দিনের রিমান্ডে সাহেদ, নিজেকে 'করোনা রোগী' দাবি
- - নিউজ -
- ডেস্ক --
- 16 July, 2020
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, অর্থ আত্মসাৎসহ নানা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ আদালতে নিজেকে 'করোনা রোগী' বলে দাবি করেছেন।
বৃহস্পতিবার আদালত সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, 'আদালতে মো. সাহেদ বলেছেন, তিনি নিজেই করোনা রোগী।'
আইনজীবী আব্দুল্লাহ বলেন, 'সাহেদ বলেছেন, তিনি সরকারের সঙ্গে চুক্তি করেই কাজ করেছেন । তখন আমরা বলেছি তিনি প্রতারণা করেছেন, ভুয়া রিপোর্ট দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।'
পরে আদালত আবেদন মঞ্জুর করে সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে জানান তিনি।
এদিকে সাহেদের আইনজীবী নাজমুল হোসেন জানিয়েছেন, সাহেদের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে সাহেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি। শুনানি নিয়ে আদালত ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।