ঈদে গণপরিবহন চলবে
- - নিউজ -
- ডেস্ক --
- 16 July, 2020
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে গণপরিবহন চলবে। ভারী যানবাহন ঈদের আগের ৩ দিন বন্ধ থাকবে। বিআরটিএ এ বিষয়ে বিস্তারিত জানাবে বিজ্ঞপ্তির মাধ্যমে।
বৃহস্পতিবার সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ঈদের আগে পাঁচদিন এবং পরের তিনদিনসহ মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখতে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী বিআরটিএকে চিঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, ঈদে ৯ দিন গণপরিবহন চলবে না। কয়েকঘণ্টার মধ্যে তিনি বক্তব্য বদলে জানান, গণপরিবহন চলবে, তবে পণ্যবাহী যান বন্ধ থাকবে।