সাহেদ ও সাবরিনার ব্যাংক হিসাব জব্দ
- - নিউজ -
- ডেস্ক --
- 17 July, 2020
চিকিৎসার নামে প্রতারণা এবয় করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ এবং জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসাইনের ব্যাংক হিসাব জব্দ করতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দেওয়া হয়েছে বলে একবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
এনবিআরের সেন্ট্রাল ইনটেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক মো. আলমগীর হোসেন শুক্রবার বলেন, “জেকেজির চেয়ারম্যান সাবরিনাকে গ্রেপ্তারের পরদিনই আমরা বাংলাদেশকে চিঠি দিয়েছি। সাবরিনা ও মো. সাহেদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার পাশাপাশি তাদের ব্যাংক হিসাব জব্দ করতে বলেছি।”
এছাড়া রিজেন্ট হাসপাতাল, রিজেন্ট কে সি লিমিটেডের পরিচালক ইব্রাহিম খলিলের ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়েছে।
আলমগীর হোসেন বলেন, “তাদের ব্যাংক হিসাবে অনিয়মের কোনো প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”