অনুমোদন পেয়েছে স্টেট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস
- - নিউজ -
- ডেস্ক --
- 17 August, 2024
স্থায়ীভাবে ক্যাম্পাস পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি)। শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির তাদের নিজস্ব ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। সে অনুযায়ী ঢাকার দক্ষিন পূর্বাচল কাঞ্চনের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বিশেষ পরিদর্শন কমিটি সম্প্রতি এসইউবি’র স্থায়ী ক্যাম্পাস সরেজমিনে পরিদর্শন করেন। কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকার দক্ষিন পূর্বাচল কাঞ্চনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য সকল কার্যক্রম যথারীতি পরিচালিত হওয়ায় এসইউবি’র-এর স্থায়ী ক্যাম্পাস হিসেবে অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।