আসলের মোড়কে নকল এসএসডি, স্যামসাংয়ের নকল এসএসডি বিক্রি করছে স্টার টেক

নকল প্রযুক্তি পন্যে সয়লাব রাজধানীর বিভিন্ন কম্পিউটার মার্কেট। এমনকি এসব নকল পন্যের পসরা সাজিয়ে বিক্রির হিড়িক পড়েছে নামি দামি বিক্রেতা প্রতিষ্ঠানের শোরুমেও।  কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে নকল ও টেম্পারবিহীন এসব পন্য ক্রয় করে ঠকছেন ক্রেতা সাধারণ।

প্রযুক্তি পন্য বিক্রেতা প্রতিষ্ঠান “স্টার টেক” থেকে পন্য ক্রয় করে তিক্ত অভিজ্ঞতার কথাই জানালেন, সাজিদ খান নামে এক ক্রেতা।

জানা গেছে, দেশের বাজারে স্যামসাংয়ের নকল এসএসডি বিক্রি করছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড । অভিযোগ উঠেছে, দামি এসএসডিগুলোর নকল বা কপি দেশের বাজারে ছড়িয়ে দিচ্ছে কোম্পানিটি।

জনাব সাজিদ জাগরণ এক্সপ্রেসকে বলেন, কিছুদিন আগে স্টার টেক এর গাজিপুর শাখা থেকে স্যামসাংয়ের একটি এসএসডি ক্রয় করি। কেনার কয়েক দিন পর বুঝতে পারি এটি আসলে নকল সেট। ততক্ষণে সেটির কার্যক্ষমতাও কমে গেছে। তিনি আরো জানান যখন সেটা ফেরত দিতে স্টার টেক এর গাজিপুর শাখায় যান সেখানে আরো বেশি কিছু গ্রাহক পান যারা স্যামসাংয়ের এসএসডি কিনে প্রতারিত হয়েছেন ।

ঢাকার বিভিন্ন বাজার এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে দেদারসে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের নকল এসএসডি। রাজধানীর বিবিসিএস কম্পিউটার সিটি এবং স্টার টেক এর ওয়েবসাইট দেখে জানা গেল নকল স্যামসাংয়ের এসএসডি বিক্রি হয়। আসল বলে গছিয়ে দেন নকল এসএসডি।

অনুসন্ধানে উঠে আসে, প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক স্যামসাংয়ের কেসিংয়ের ভিতরে নকল এসএসডি ড্রাইভ দিয়ে সরবাহ করে আসছে। শুধু রাজধানীতে নয় স্টার টেক তাদের বিভিন্ন শাখা এবং ওয়েবসাইটের মাধ্যমে এই নকল এসএসডি ছড়িয়ে দিচ্ছে সারা দেশে।

এই বিষয়ে জানতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহ সভাপতি ও স্টারটেকের চেয়ারম্যান মোঃ রাশেদ আলী ভূঁইয়ার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি গনমাধ্যমকে বলেন স্টারটেক কোন নকল পণ্য বিক্রি করে না। স্যামসাংয়ের এসএসডি বিক্রি বিষয়টি সঠিক নয় বলেও উল্লেখ করেন জনাব রাশেদ আলী।

তিনি বলেন,  বাংলাদেশ কম্পিউটার সমিতিতে এই ধরনের কোনো অভিযোগ আসেনি । তবে একজন গ্রাহকের অভিযোগ পেয়েছি তার পন্য ফেরত নেয়া হয়েছে।

স্টারটেক নকল পন্য বিক্রি করছে এমন অভিযোগ পাওয়ার পর কোম্পানিটির ওয়েবসাইটে প্রবেশ করে এই প্রতিবেদক। সেখানে পূর্বে পাওয়া স্ক্রিনশটে স্যামসাংয়ের এসএসডি স্টকে আছে দেখা গেলেও পরে ভৌতিকভাবে ওয়েবসাইটের সকল স্যামসাং এসএসডি স্টক আউট হয়ে যায়।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বাজারে সলিড স্টেট ড্রাইভের (এসএসডি) চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ী কারসাজি করে নকল পন্য ঢুকিয়ে দিচ্ছে। এটা গভীর প্রতারণা। এসব অসাধু লোভী ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনারও দাবী করেন তারা।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ওয়েস্টার্ন ডিজিটাল (ডব্লিউডি) ব্র্যান্ডের এসএসডি ড্রাইভ সবচেয়ে বেশি বেশি কপি বা নকল হচ্ছে। এসব হার্ডডিস্কে ব্যাডসেক্টর রয়েছে। মান ভালো না হওয়ায় তা পিসি, ল্যাপটপের ক্ষতিসাধন করতে পারে।

এদিকে, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহসভাপতির প্রতিষ্ঠান স্টারটেক। তার প্রতিষ্ঠানেই যদি এই ধরনের নকল প্রযুক্তিপণ্য বিক্রি করে গ্রাহক আসল পণ্য পাবে কোথায়। এমনকি বিসিএস যখন নকল পণ্য ঠেকাতে নানারকম উদ্যোগ নিচ্ছে সেখানে খোদ সহ সভাপতির মালিকানাধীন প্রতিষ্ঠানে এহেন কান্ড! তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কে ? কে ঠেকাবে স্টারটেক কে? এমন নানারকম বলেও প্রশ্ন তুলেন সংশ্লিষ্টরা।

পাঠকের মন্তব্য