ফ্রান্সে গুগলকে ৬০ কোটি ডলার জরিমানা

প্রযুক্তি জায়ান্ট গুগলকে প্রায় ৬০ কোটি ডলার (৫০ কোটি ইউরো) জরিমানা করেছে ফ্রান্স। আয় ভাগাভাগি নিয়ে দেশটির গণমাধ্যমগুলোর সাথে যথাযথভাবে আলোচনা না করার দায়ে অ্যান্টিট্রাস্ট সংস্থা অথরিটি দে লা কনকারেন্স এই জরিমানা করেছে। খবর এনগ্যাজেট।

সংস্থাটি জানিয়েছে, আগামী দুই মাসেবর মধ্যে গুগলকে প্রস্তাব নিয়ে আসতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে কীভাবে সংবাদ সংস্থা ও অন্যান্য প্রকাশকদের সাথে আয় ভাগাভাগি করা হবে।

একইসাথে তাদের সংবাদ ব্যবহারের জন্য কীভাবে ক্ষতিপূরণ দেয়া হবে সেটি থাকতে হবে। আর যদি গুগল সেটি করতে বিলম্ব করে তাহলে প্রতিদিনের জন্য নয় লাখ ইউরো ক্ষতিপূরণ দিতে হবে।

গত সেপ্টেম্বরে গুগল জানিয়েছিলো তার সার্চ রেজাল্টে দেখানোর জন্য ফ্রান্সের প্রকাশকদের কোনো অর্থ দেবে না। এছাড়া গুগল শুধুমাত্র বেসিক নিউজ প্রদর্শন করবে। এরপর গত জানুয়ারিতে গুগল এবং ফ্রান্সের পত্রিকা সংগঠন নিউজ প্রিভিউ এর জন্য একটি পেমেন্ট ফ্রেমওয়ার্কে সম্মত হয় এবং গুগল দেশটির পত্রিকা ও ম্যাগাজিনগুলোর সাথে আলোচনা শুরু করে। তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে গুগল যে আয় ভাগাভাগির প্রস্তাব দিয়েছে তা খুবই ‘তুচ্ছ’।

নিয়ন্ত্রক সংস্থার এই রায়ের বিপরীতে আপিল করতে পারবে গুগল। যদিও এই রায়ে হতাশা প্রকাশ করলেও গুগল সেটি মেনে নিয়েছে বলে জানা গেছে।

পাঠকের মন্তব্য