ঢাকা থেকে কক্সবাজারে যাবেন। যাত্রার ১০ দিন আগে ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। অ্যাপ বা ব্রাউজারে সকাল আটটায় লগইন করতে গিয়ে দেখা যাবে ‘সার্ভার এরর’। কয়েকবারের চেষ্টায় যদি ঢুকতেও পারেন, বার্থ বা এসি সিটের টিকিট কয়েক মিনিটের মধ্যে শেষ। বিশেষ করে বিভিন্ন ছুটি বা উৎসবের মৌসুমে তো এটি নিত্যনৈমিত্তিক ঘটনা।
প্রথম দুই মিনিটের মধ্যে যদি এত Read more...