এমিরেটস এবং একর এর লয়্যালটি প্রোগ্রাম পয়েন্ট এখন একটি অপরটিতে পরিবর্তনযোগ্য

এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’ এবং একর এর লয়্যালটি প্রোগ্রাম ও বুকিং প্ল্যাটফর্ম অল্ (অখখ) সদস্যরা তাদের অর্জিত পয়েন্ট একটি অপরটিতে পরিবর্তন করতে পারবেন। এর ফলে উভয় লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা নিজস্ব প্রয়োজন অনুযায়ী পয়েন্ট ব্যবহারে অতিরিক্ত সুবিধা ভোগ করবেন। 

একর এর ৪৫টি ব্র্যান্ডের অধীনে ১১০টি দেশে হোটেল, রিসোর্ট এবং অবকাশ কেন্দ্রের এক বিশাল নেটওয়ার্ক বিদ্যমান। সংস্থাটির লয়্যালটি প্রোগ্রাম ও বুকিং প্ল্যাটফর্ম অল্ নামে পরিচিত। ধষষ.পড়স ওয়েবসাইট এবং অ্যাপের সাহায্যে গ্রাহকরা অত্যন্ত সুলভমূল্যে এসকল স্থানে রুম বুক করতে পারেন। এছাড়াও পাঁচ হাজারের অধিক আকর্ষণীয় অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ দিচ্ছে একর। 

উভয় লয়্যালটি প্রোগ্রামের পার্টনারশীপের এমিরেটস স্কাইওয়ার্ডস সদস্যরা, যারা অল্ এরও সদস্য, তাদের অর্জিত ‘স্কাইওয়ার্ডস মাইল’ (পয়েন্ট) ‘অল্ রিওয়ার্ড পয়েন্ট’ এ পরিবর্তন করার মাধ্যমে একর এর ৫,৬০০ এর অধিক হোটেলে সাশ্রয়ী মূল্যে রুম বুক করার এবং বিভিন্ন আকর্ষণীয় অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন। প্রতি ৪,০০০ স্কাইওয়ার্ডস মাইলস এর বিপরীতে এক হাজার অল্ রিওয়ার্ডস পয়েন্ট পাওয়া যাবে। 

একই ভাবে, অল্ রিওয়ার্ডস পয়েন্টসও স্কাইওয়ার্ডস মাইলসে পরিবর্তন করা যাবে। প্রতি চার হাজার পয়েন্টসের বিপরীতে দুই হাজার স্কাইওয়ার্ডস মাইল অর্জনের সুযোগ রয়েছে। স্কাইওয়ার্ডস মাইল ব্যবহার করে সদস্যরা এমিরেটস বা তাদের পার্টনার এয়ারলাইনে ফ্লাইট টিকিট ক্রয়, ফ্লাইট আপগ্রেড, গিফট কার্ড, হোটেল রুম, বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টের টিকিট, ট্যুরসহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা পেতে পারেন। 
 

পাঠকের মন্তব্য