ছায়ানট পরিদর্শনে সাংস্কৃতিক উপদেষ্টা, বাইরে বিজিবি-পুলিশের কড়া নিরাপত্তা

রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছায়ানট পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উপদেষ্টার ছায়ানট পরিদর্শনকে কেন্দ্র করে ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। ‎  ‎শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় তিনি ধানমন্ডির শংকরে ছায়ানট পরিদর্শনে আসেন। ‎ ‎এ সময় তিনি ছায়ানটের প্রতিটি তলায় ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত হওয়া জায়গায়গুলো ঘুরে দেখেন। তবে ছায়ানটে হামলা ও ভাঙচুরে ক্ষয়ক্ষতি পরিমাণ তিনি জানাতে পারেননি। ‎ ‎এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ছায়ানটে আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

পাঠকের মন্তব্য