আইইবিতে প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা: ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকার
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২২ ডিসেম্বর, ২০২৫
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতর ও ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রকৌশলী পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি, ও লেভেল ও এ লেভেলে কৃতিত্ব অর্জনকারী ২০৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট এবং রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।
বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, আইইবির ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল এবং ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। সঞ্চালনা করেন ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী মো. কামরুল হাসান (উজ্জ্বল)।
এ ছাড়া আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী এ টিএম তানবীর-উল হাসান (তমাল), প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী মো. নূর আমিন এবং প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষা অনুপ্রেরণামূলক এই আয়োজনকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, প্রকৌশলী পরিবারের সন্তানরা দেশের জ্ঞান, প্রযুক্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবর্ধিত শিক্ষার্থীরাও ভবিষ্যতে দেশের অগ্রগতি ও উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।