চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ইস্টার্ন ব্যাংকের উপ-শাখা উদ্বোধন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩০ ডিসেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আলহাজ্জ মোহাম্মদ আবদুল কাইয়ুম মার্কেটে একটি উপ-শাখা চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) । সম্প্রতি ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ভারপ্রাপ্ত আঞ্চলক শাখা প্রধান (উত্তর ও দক্ষিণ) মোস্তাফা কামাল যৌথভাবে উপ-শাখাটির উদ্বোধন করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক এবং কমিউনিটি প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।