নিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের জালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও কাজিম
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ৩১ ডিসেম্বর, ২০২৫
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর একজন উপসহকারী পরিচালককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও হিসেবে কাজিম উদ্দিনকে নিয়োগ দেওয়ার জন্য ২০২০ সালের নভেম্বর মাসে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১ নভেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় আইডিআরএ। ওই মেয়াদ শেষ হওয়ার পর একই শিক্ষাগত সনদ দিয়ে পুনরায় তার নিয়োগ নবায়ন করা হয়। তবে তার বিরুদ্ধে বর্তমানে অঢেল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
কাজিম উদ্দিন ১৯৮৪ সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় বিভাগ পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ১৯৮৬ সালে জেলা শহরের নবাব ফয়জুন্নেসা সরকারি মহাবিদ্যালয় থেকে একই বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন।
দীর্ঘ বিরতির পর তিনি ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা’ থেকে ২০১৮ সালে বিবিএ এবং ২০১৯ সালে এমবিএ পাসের সনদ দাখিল করেন। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অমান্য, প্রশাসনিক অব্যবস্থাপনা, অর্থনৈতিক অস্বচ্ছতা এবং মানহীন শিক্ষাব্যবস্থার কারণে ২০০৬ সালেই ওই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল। ১৯৯৫ সালে অনুমোদন পাওয়া ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা’র (ইউএনআইসি) কার্যক্রম বন্ধের বিষয়টি আদালতে গড়ালে বর্তমানে তা স্থগিত রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কাজিম উদ্দিনের সাথে জাগরণ এক্সপ্রেস'এর পক্ষ থেকে যোগাযোগ চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।