অর্থ আত্মসাৎ মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডির জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

অর্থ আত্মসাৎ ও অর্থের উৎস গোপনের অভিযোগে করা মামলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ মনিরুল মাওলাকে (৬১) কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে, দুদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন।

এর আগে ২০২৫ সালের ২৩ জুন অর্থ আত্মসাৎ ও অর্থের উৎস গোপনের অভিযোগে মনিরুলকে কারাগারে রাখার আবেদন করেন দুদক উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জাকির হোসেন গালিবের আদালতে তাকে কারাগারে পাঠায়।

এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মনিরুলকে গ্রেফতার করে পুলিশ।

জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও মনিরুল মাওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক ইয়াছিন আরাফাত।

পাঠকের মন্তব্য