কোচিং নয়, অবসরের পর ক্লাবের মালিক হতে চান মেসি

লিওনেল মেসির ক্যারিয়ার এখন শেষ পর্যায়ে। বুটজোড়া তুলে রাখার পর কী করবেন তিনি? ভক্তদের মনে এই প্রশ্ন দীর্ঘদিনের। অনেকেই তাকে ডাগআউটে কোচ হিসেবে দেখার স্বপ্ন বুনলেও আর্জেন্টাইন জাদুকর শোনালেন ভিন্ন কথা। জানালেন, কোচিং পেশা নয়, বরং অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চান ক্লাবের মালিক হিসেবে।

সম্প্রতি ‘লুজু টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। কোচিংয়ের প্রতি যে তার খুব একটা আগ্রহ নেই, তা আগেও একাধিকবার বলেছিলেন। এবার বিষয়টি আরও স্পষ্ট করলেন।

মেসি বলেন, ‘আমি নিজেকে কখনোই কোচ হিসেবে কল্পনা করি না। ম্যানেজার হওয়ার বিষয়টি দারুণ হতে পারে, তবে আমি ক্লাবের মালিক হতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করব।’

কেমন হবে তার সেই ক্লাব? সেই স্বপ্নের কথাও জানিয়েছেন এল এম টেন। তিনি বলেন, ‘আমি নিজের একটি ক্লাব কিনতে চাই। সেই ক্লাবকে একেবারে তলানি থেকে সবার ওপরে তুলতে চাই। আমি চাই, সেই ক্লাবে তরুণ ফুটবলাররা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকলে এভাবেই থাকতে চাই।’

অবশ্য এখনই যে তিনি অবসর নিচ্ছেন না, তা নিশ্চিত। কিছুদিন আগেই মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাবটিতেই মাঠ মাতাবেন এই বিশ্বজয়ী তারকা।

পাঠকের মন্তব্য