৩ দশকের মধ্যে বাজেটে সবচেয়ে বেশি কর বাড়ালেন ব্রিটিশ অর্থমন্ত্রী

ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস বুধবার তার প্রথম বাজেটে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি কর বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। বুধবার এই বাজেট উত্থাপন করেছেন র‌্যাচেল।

ব্রিটিশ অর্থমন্ত্রী দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বাজেটে উচ্চতর ঋণ নেওয়ার পথ প্রশস্ত করেছেন। তার দাবি, ২০০৭-০৯ বৈশ্বিক আর্থিক সঙ্কটের পর থেকে ব্রেক্সিট, কোভিড এবং জ্বালানির উচ্চ দামের ধাক্কার পর থেকে ধীর গতিতে ছিল বিনিয়োগে।

তবে ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক অর্থনীতিবিদ র‌্যাচেল জানিয়েছেন, তিনি রাজকোষের প্রথম নারী চ্যান্সেলর হতে পেরে গর্বিত। তিনি সরকারী ঋণের আকার বড় করতে দেবেন না।

রিভস জানিয়েছেন, তিনি এক বছরে ৪০ বিলিয়ন পাউন্ড কর বাড়াবেন। এর বেশিরভাগই ব্যবসা প্রতিষ্ঠান ও ধনীদের কাছ থেকে আসবে। তিনি তার লেবার পার্টির জন্য বাজেটে একটি ‘বিশাল গর্ত’ রেখে যাওয়ার জন্য রক্ষণশীলদের দোষারোপ করেন।

রিভস তার বাজেট বক্তৃতায় বলেছেন, ‘এই পরিস্থিতিতে যে কোনো দায়িত্বশীল চ্যান্সেলর ব্যবস্থা নেবেন। এই কারণেই আজ, আমি আমাদের সরকারি অর্থব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনছি এবং আমাদের সরকারি সেবা পুনর্গঠন করছি।’

তিনি বলেন, ‘দেশ কেবল ভাঙ্গুর সরকারি অর্থনীতিই নয়, ভঙ্গুর সরকারি সেবা সংস্থাও উত্তরাধিকারসূত্রে পেয়েছে। ব্রিটিশ জনগণ তাদের দৈনন্দিন জীবনে এটি দেখতে এবং অনুভব করতে পারে।’

পাঠকের মন্তব্য