বগুড়ায় ৮ কোটি টাকার নকল ব্যান্ডরোল জব্দ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৯ ডিসেম্বর, ২০২৫
বগুড়ায় আবারো রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল, নকল সিগারেটের প্যাকেট ও ব্যান্ডরোল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে র্যাব-১২। এ সময় রুহান প্রিন্টিংয়ের মালিক মিলনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের পালশা চৌকির পাড় এলাকায় রুহান প্রিন্টিং প্রেসে এই অভিযান চালায় র্যাব।
র্যাব-১২ জানায়, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রুহান প্রিন্টিং প্রেসে সরকারি নকল ব্যান্ডরোল, সিগারেটের নকর প্যাকেট ছাপিয়ে বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে প্রিন্টিং প্রেসে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৮ কোটি টাকার অবৈধ ব্যান্ডরোল উদ্ধার জব্দ করা হয়েছে। এছাড়া প্রেসের একটি গোপন গোডাউনে তল্লাশি চালিয়ে ব্যান্ডরোল তৈরির প্লেট, মেশিন ও নকল সিগারেটের প্যাকেট জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, নকল ব্যান্ডরোল ছাপানোর অভিযোগে রুহান প্রিন্টিং প্রেসের মালিক মিলনকে আটক করা হয়েছে। পাশাপাশি পুরো চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ১৯ জুন এই ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, বিভিন্ন কোম্পানির সিগারেটের প্যাকেটসহ চারজনকে আটক করা হয়েছিল। সেই সময় উদ্ধার হওয়া ব্যান্ডরোল ও সিগারেটের প্যাকেটের বাজারমূল্য ছিল কোটি টাকার ওপর।