দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহতের শঙ্কা

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির ১৮১ জন আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত হয়েছেন বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইয়োনহাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের ২২১৬ ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। 

দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা থেকে জীবিত উদ্ধার হওয়া দুজন ব্যতীত বাকি সবাই নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন। মৃতদেহ উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।

কর্তৃপক্ষ দুর্ঘটনায় এ পর্যন্ত ৮৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

একজন নারী যাত্রী এবং একজন নারী ক্রুকে দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়। তাদেরকে মোকপোর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইয়োনহাপ জানিয়েছে, যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাই নাগরিক ছিল।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয়। এরপর সামনের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হতে থাকে।

পাঠকের মন্তব্য