করোনার তৃতীয় ঢেউয়ের মুখে ইউরোপীয় ইউনিয়ন
- - নিউজ রুম -
- এডিটর --
- 14 March, 2021
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দিকে ধীরে ধীরে আঘাত হানতে যাচ্ছে করোনার তৃতীয় দফা ঢেউ। এই অঞ্চলের অধিকাংশ দেশে করোনার টিকা দেওয়ার প্রচারণা চালানোর মধ্যেই সংক্রমণের হার বাড়তে শুরু করেছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফেব্রুয়ারির পর ইউরোপীয় ইউনিয়নে এখন সংক্রমণের হার সর্বোচ্চ। এর জন্য করোনার নতুন রূপটিকে দায়ী করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে কয়েকটি দেশ নতুন করে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে। এবারের লকডাউনে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হবে।
ইতালিতে শুক্রবার নতুন করে ২৭ হাজারের বেশি মানুষের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। একই দিন মারা গেছেন ৩৮০ জন আক্রান্ত।
প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, ‘জরুরি স্বাস্থ্য পরিস্থিতি দেখা দেওয়ার এক বছরেরও বেশি সময় পর দুর্ভাগ্যবশত আমরা সংক্রমণের নতুন ঢেউয়ের মুখোমুখি। গত বসন্তে যা ঘটেছিল তা স্মরণীয়ভাবে স্পষ্ট এবং এটি আবার যাতে আবার না ঘটে সেজন্য আমরা সব কিছু করব।’
সোমবার থেকে ইতালির অধিকাংশ এলাকায় লকডাউন কার্যকর হবে। কেবলমাত্র জরুরি প্রয়োজনে বাসিন্দাদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।