রোজিনার রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে আদালত

রোজিনার রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

রোজিনার রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশও দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

মঙ্গলবার (১৮ মে) সিএমএম আদালতের বিচারক এ নির্দেশ দেন।

 সকালে  রোজিনা ইসলামকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালত তার রিমান্ড খারিজ করে দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমিত দেয়।

এর আগে গোপনীয়তার মধ্যে সকালেই রোজিনা ইসলামকে ঢাকার সিএমএম আদালতে নেয়া হয় রোজিনাকে। এসময়  রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান আদালতের হাজতখানায় রাখা হয়েছে রোজিনাকে।  

এদিকে রোজিনা ইসলাম এর বিপক্ষে অভিযোগের বিষয় সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পাঠকের মন্তব্য