প্রযুক্তির বিপ্লব ঘটবে, যা আমার প্রজন্ম স্বপ্নেও ভাবেনি: গুগল সিইও

গুগল প্রধানের কথা শুনতে কার না ভালো লাগে। আর তা যদি বাস্তব জীবন নিয়ে তাহলে তো কোন কথায় নাই। রবিবার গুগলের সিইও সুন্দর পিচাই স্নাতক ডিগ্রি প্রদানের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের বলেন, কী ভাবে বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষস্থানে পৌঁছেছেন৷ ছাত্র-ছাত্রীদের বললেন, 'হাল ছেড়ো না, ধৈর্য রাখো৷

ছাত্র-ছাত্রীদের বললেন, 'প্রযুক্তির কিছু বিষয় তোমাদের অবসাদগ্রস্থ করতে পারে ও অধৈর্য করে তুলতে পারে৷ ধৈর্য হারিও না৷ প্রযুক্তির বিপ্লব ঘটবে৷ এমন কিছু তৈরি হবে, যা আমার প্রজন্ম স্বপ্নেও ভাবেনি৷ জলবায়ু পরিবর্তন বা শিক্ষা নিয়ে আমার প্রজন্মের চিন্তা ভাবনা, পরিকল্পনায় হয়তো তোমরা বিরক্ত৷ তবু বলব, ধৈর্য ধরো৷ এমন অগ্রগতি ঘটবে, যা বিশ্বের খুব প্রয়োজন৷'

পাঠকের মন্তব্য