নতুন স্মার্টফোন অপো এ৩১

স্মার্টফোনে যুগোপযোগী সব উদ্ভাবনের জন্য তরুণদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। ক্যামেরা থেকে পারফর্মেন্স, অপোর স্মার্টফোনগুলো সকল ক্ষেত্রেই তরুণ প্রজন্মের দৈনন্দিন প্রযুক্তিগত চাহিদা পূরণ করে আসছে। এই যাত্রাকে অব্যাহত রাখতে ব্র্যান্ডটি বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে অপো এ৩১।

অপো এ৩১ এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা যা স্মার্টফোন দিয়ে প্রাণবন্ত ছবি তুলতে অনুপ্রাণিত করবে। ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার অ্যাপারচার এফ/১.৮, যা কম আলোতেও চমৎকার ডিটেইলস ধারণে সক্ষম। ২ মেগাপিক্সেলেরে ম্যাক্রো লেন্স আপনার চারপাশে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সব সৌন্দর্য ক্যাপচার করতে সাহায্য করবে। ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টের মধ্যে ব্যবধান মেপে পোর্ট্রেট শটে চমৎকার বোকেহ ইফেক্ট দিবে। এআই বিউটিফিকেশনের মাধ্যমে আরো প্রানবন্ত, সুন্দর সেলফি নেওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায়।

এই গ্রীষ্মের প্রথম পছন্দ অপো এ৩১ স্মার্টফোনটি ১৮ জুন, ২০২০ থেকে অপোর সকল আউটলেট ছাড়াও অনলাইন স্টোরে পাওয়া যাবে। চমৎকার এই স্মার্টফোনটির দাম হবে ১৬,৯৯০ টাকা। এই মূল্য পরিসীমার স্মার্টফোনগুলোর মাঝে এ ডিভাইসটি নিশ্চিতভাবে সবার মন কাড়বে।
 

পাঠকের মন্তব্য