অ্যান্টিভাইরাস সফটওয়্যারের জনক ম্যাকাফির আত্মহত্যা!

পৃথিবীর প্রথম বাণিজ্যিক অ্যান্টিভাইরাস ম্যাকাফির নির্মাতা জন ম্যাকাফি (৭৫) আর নেই। বুধবার (২৩ জুন) স্পেনের বার্সেলোনায় একটি কারাগার থেকে তার লাশ উদ্ধার করেছে জেল কর্তৃপক্ষ।

কাতালান বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘কারাগারের চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বাত্বক চেষ্টা করেছিলেন। কিন্তু তারা সফল হননি। সবকিছুই ইঙ্গিত করে ম্যাকাফি নিজেকে নিজেই শেষ করে দিয়েছেন।’


বিবৃতিতে আরও বলা হয়, জুডিসিয়াল কর্মকর্তাদের কারাগারে পাঠানো হয়েছে এবং তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে, ম্যাকাফির আইনজীবী সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তার মৃত্যুর সঠিক কারণ জানা নেই।  তবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

প্রযুক্তিপ্রেমীদের কাছে জনপ্রিয় এই অ্যান্টিভাইরাস নির্মাতা গত বছরের অক্টোবরে স্পেনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।


বুধবার (২৩ জুন) স্পেনের একটি আদালত ম্যাকাফিকে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের রায় দেওয়ার কয়েক ঘণ্টা পরই কারাগারের একটি কক্ষে ম্যাকাফির মরদেহ পাওয়া গেলো।

পাঠকের মন্তব্য