‘সরকারি হাসপাতাল এনজিও ব্যবস্থাপনায় দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী’

বাম গণতান্ত্রিক জোট বলেছে, সরকারি হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্ব এনজিও’র ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হবে চরম আত্মঘাতী। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছে জোট।

এতে বলা হয়, জনগণের স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্র তথা সরকারের। কিন্তু সরকার বা রাষ্ট্র তার দায়িত্ব অস্বীকার করে জনগণের স্বাস্থ্য সেবার দায়িত্ব সাম্রাজ্যবাদের অর্থায়নে পরিচালিত এনজিও’র কাছে হস্তান্তর করতে চাইছে। এটি জনস্বাস্থ্যকে বিপর্যয়ের মুখে ঠেলে দিবে। এমনিতেই জনগণের চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৪ শতাংশ ব্যক্তিকে বহন করতে হয়। এনজিও’র কাছে ছেড়ে দিলে জনগণের চিকিৎসা ব্যয় আরও বাড়বে, এমনকি সাধারণ মানুষের নাগালের বাইরেও চলে যাবে।

বিবৃতিতে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 

পাঠকের মন্তব্য